Christmas 2020 : ছোট্ট যুবানকে নিয়ে সেলিব্রেশন Raj Chakraborty-Subhashree Ganguly-র
প্রত্যেক বছরই তাঁরা ক্রিসমাস সেলিব্রেট করেন, তবে এবার রাজ-শুভশ্রীর কাছে ক্রিসমাসের সেলিব্রেশনটা একটু অন্যরকম।
এবার রাজ-শুভশ্রীর কাছে 'সান্তা'র থেকে পাওয়া উপহারের মতই হাজির ছোট্ট যুবান। সেই থিমেই তাই ক্রিসমাসের ফটোশ্যুট করলেন তারকা দম্পতি।
ছোট্ট লাল বাক্সের মধ্যে পাওয়া উপহারের মতই ভিতর থেকে উঁকি দিতে দেখা গেল যুবানকে। তার মাথায় পরানো লাল টুপি।
আরও একটি ছবিতে যুবানকে কোলে নিয়ে আদরে ভরিয়ে দিতে দেখা গেল তারকা দম্পতি রাজ-শুভশ্রীকে।
বড়দিনের সকালে ক্রিসমাসের সাজে যুবানকে সাজিয়ে ছবি পোস্ট করেছিলেন রাজ। যুবানের তরফে তিনিই অনুরাগীদের ক্রিসমাসের শুভেচ্ছা জানান।
ক্রিসমাস উপলক্ষে রাজ-শুভশ্রী তাঁদের আরবানা ফ্লাটও সাজিয়ে তোলেন।