Christmas 2023: ক্রিসমাসে চিড়িয়াখানায় জনসমুদ্র, ভিড় সামলাতে বিশাল সংখ্যক পুলিসকর্মী
অয়ন ঘোষাল: ক্রিসমাস ইভে চিড়িয়াখানায় পা রেখেছিলেন ৭০ হাজার মানুষ। বড়দিনে সেই সংখ্যা ছাড়িয়ে যেতে পারে বলেই আশঙ্কা। তাই উৎসব মুখর কলকাতায় চিড়িয়াখানার ভিড় সামলাতে আঁটসাঁট নিরাপত্তা ব্যবস্থা।
ভিতরে বাইরে মিলিয়ে ২০০ পুলিস কর্মী। ভিতরে ৬ টি পুলিস বুথ। দুটি অ্যাম্বুলেন্স। ৩০০ ভলান্টিয়ার। চিড়িয়াখানার ৪ টি গেট সকাল ৮ টায় খুলে দেওয়া হয়েছে।
আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষের বক্তব্য, কাল ৭০ হাজার প্লাস লোক এসেছিলেন। আজ আরও বেশি হতে পারে ভেবে আমরা প্রস্তুত। বিকেল সাড়ে ৪ টে পর্যন্ত টিকিট বিক্রি হবে। অ্যাপ দিয়ে ই টিকিট কাটা যাবে। বিকেল ৫ টায় চিড়িয়াখানা বন্ধ হবে।
গত কয়েক বছর ধরেই বড়দিন হোক বা বছরের শেষ দিনে চিড়িয়াখানার ভিড় থাকে চোখে পড়ার মতো। চিড়িয়াখানায় গত কয়েকবছরে নতুন করে সেভাবে কোনও প্রাণী আনা হয়নি। তবুও ভিড় থাকেই।
বর্ষবরণের আগেই মহাধুম মহানগরে। শীতের দিনেও উত্সবের উষ্ণতা। বড়দিনের সকালে বাবা-মায়ের হাত ধরে চিড়িয়াখানায় পাড়ি জমাচ্ছে খুদেরা।
শীতের মরশুমের শুরু থেকেই চিড়িয়াখানার ভিড় টেক্কা দিচ্ছে অন্য সব পর্যটক কেন্দ্রগুলিকে। তাই ভিড় সামলাতে প্রস্তুত প্রশাসনও।