Christmas in Kolkata: আজ বড়দিন, সেজে উঠেছে বোব্যারাক-পার্ক স্ট্রিট, ক্যামেরাবন্দি উৎসবের তিলোত্তমা

Sat, 25 Dec 2021-12:11 am,

নিজস্ব প্রতিবেদন : বড়দিন উপলক্ষে আঁটসাট পুলিসি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে গোটা পার্ক স্ট্রিট চত্বরে। নিরাপত্তার জন্য পার্কস্ট্রিট অঞ্চলকে ৫টি সেক্টরে ভাগ করা হয়েছে। প্রত্যেকটি সেক্টরের দায়িত্বে রয়েছেন একজন ডিসি এবং যুগ্ম কমিশনার পদমর্যাদার পুলিস অফিসার। 

পার্ক স্ট্রিট মোড়, প্রতিটি ক্রসিং, অ্যালেন পার্কে মোতায়েন রয়েছে পুলিসের বড় টিম। মোতায়েন ৩ হাজার পুলিস। রয়েছে মহিলা পুলিসের উইনার্স টিমও। 

তবে উৎসবে মাতোয়ারা জনতা মাথায় টুপি থাকলেও, অনেকরই মুখে মাস্ক নেই। 

রয়েছে ১১ টি ওয়াচ টাওয়ার। এর মাধ্যমে পুলিস বিভিন্ন জায়গায় নজরদারি চালাবে। সেইসঙ্গে থাকছে সিসিটিভির নজরদারি। 

মানুষ যাতে সহজেই অভিযোগ ও সমস্যার কথা জানাতে পারে তার জন্য থাকছে ১৫টি পুলিস সহায়তা কেন্দ্র। 

২টি ক্যুইক রেসপন্স টিমও থাকছে। মেট্রো স্টেশনের বাইরে কড়া নজরদারি চালাবে পুলিস। 

মোটরসাইকেলে করেও নজরদারি চালাবে পুলিস। এছাড়া সাদা পোশাকেও পুলিস ঘুরে বেড়াবে। 

 

পানশালার ভিতরে কোভিড বিধি যাতে মানা হয়, তাতেও নজর রাখছে পুলিস। 

মাইকিং করে কোভিড বিধি মেনে চলার জন্য সাধারণ মানুষকে অনুরোধ জানানো হচ্ছে।

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link