Israel Palestine Conflict: ইজরায়েলে হামাস হামলার তারিখ জানত সিআইএ!

Sat, 14 Oct 2023-5:41 pm,

হামাস যে ইজরায়েলে হামলার ছক কষছে তা বেঞ্জামিন নেতানিয়াহুকে সতর্ক করেছিল মিশর সরকার। কিন্তু তাতে কান দেননি ইজরায়েলি প্রধানমন্ত্রী। এবার জানা যাচ্ছে হামাস হামলার কথা জানত মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ।

এক মার্কিন আধিকারিকের দাবি, হামাস যে হামলা চালাতে পারে তা আগেই ইজারায়েল সরকারকে জানিয়েছিল সিআইএ। শুধু তাই নয়, হামলার সম্ভাব্য ২টি তারিখের কথাও জানানো হয়েছিল। তবে অবশ্য নড়ানো যায়নি মোসাদকে।

সিআইএর রিপোর্ট অনুযায়ী বলা হয়েছিল, হামাস সম্ভবত রকেট হামলা চালাতে পারে ২৮ সেপ্টেম্বর। কিম্বা ওই হামলা হামলা হতে পারে ৫ অক্টোবর।

ওই রিপোর্টকেই রুটিন রিপোর্ট বলে উড়িয়ে দেয় ইজারায়েলের গোয়েন্দারা। এমনকি প্রায় হাজার রকেট যেদিন ইজরায়েলকে লক্ষ্য করে ছোড়া হয়েছিল তার আগের দিনই মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছিল গাজা সীমান্তে হামসের ঘোরাফেরা অস্বাভাবিক বলেই মনে হচ্ছে।  এমনটাই দাবি করেছে এক মার্কিন সংবাদপত্র।

 

ওই মার্কিন আধিকারিকের দাবি হামাস সম্পর্কে ওইসব রিপোর্ট প্রেসিডেন্ট বাইডেনকে জানানো হয়নি।

আগাম সতর্কতা থাকার পরও প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতেনিয়াহু কেন এনিয়ে কোনও পদক্ষেপ করেননি তানিয়ে প্রশ্ন উঠছে। কোনও কোনও মহল থেকে এমনটাও বলা হচ্ছে নেতেনিয়াহু সরকার এখন সংকটে। সেই দিক থেকে মানুষের নজর ঘুরিয়ে দিতেই  গোট বিষয়টি তিনি চেপে যান।

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link