Cigarette Price Hike: ধূমপান এবার আরও দামী! একলাফে অনেকখানি দাম বাড়ছে সিগারেটের...
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দাম বাড়ছে সিগারেট সহ অন্যান্য তামাকজাত দ্রব্যের।
প্রায় ৩৫ শতাংশ দাম বাড়তে পারে সিগারেটের। কারণ রিপোর্ট বলছে, সিগারেটের উপর বাড়তে চলেছে জিএসটি।
বিহারের উপ-মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর নেতৃত্বে গ্রুপ অফ মিনিস্টার্স সোমবার বৈঠকে বসে।
সেখানেই তামাকজাত দ্রব্যের উপর ৩৫ শতাংশ জিএসটি বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়।
প্রস্তাব পর্যালোচনা করতে ২১ ডিসেম্বর বৈঠকে বসবে জিএসটি কাউন্সিল।
বর্তমানে সিগারেটের উপর ২৮ শতাংশ হারে জিএসটি লাগু আছে। এখন একলাফে জিএসটি ৩৫ শতাংশ বাড়লে, দাম বাড়বে অনেকটাই।
প্রসঙ্গত, এর আগে GoM মিনারেল ওয়াটার ও সাইকেলের উপর জিএসটি কমানোর প্রস্তাব দিয়েছিল।