Civic Volunteer: সিভিক ভলান্টিয়ারদের নিয়ে `কড়া` সিদ্ধান্ত! আর এই `সুবিধা` তাদের জন্য নয়...
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আরজি কর-কাণ্ডে ধৃত সিভিক পুলিস সঞ্জয় রায়ের 'পুলিস' লেখা বাইক নিয়ে বিতর্কের সূত্রপাত।
এরপর মধ্যরাতে বিটি রোডে প্রতিবাদী ছাত্রীদের জমায়েতে সেই 'পুলিস' লেখা বাইক নিয়ে আরেক সিভিক পুলিসের ধাক্কা!
দুই ক্ষেত্রেই সিভিক ভলান্টিয়ারদের 'পুলিস' লেখা বাইক নিয়ে প্রশ্ন ওঠে। এমনকি ট্রেইনি ডাক্তারের ধর্ষণ-খুনে ধৃত সঞ্জয় রায়ের 'পুলিস' লেখা বাইক ছিল কলকাতা পুলিস কমিশনারের নামে!
কলকাতা পুলিস কমিশনারের নামে নথিভুক্ত হওয়ায়, বিভ্রান্তি ছড়ানো আটকাতে রীতিমতো বিবৃতি জারি করতে হয় কলকাতা পুলিসকে।
অবেশেষে বিতর্ক-বিভ্রান্তি এড়াতে সিভিক ভলান্টিয়ারের 'পুলিস' লেখা গাড়ি-বাইক ব্যবহার বন্ধ করে দেওয়া হল।