হাসপাতালের নিরাপত্তায় এবার সিভিক ভলান্টিয়ার, জানাল স্বাস্থ্য দফতর
তন্ময় প্রামাণিক: হাসপাতালের নিরাপত্তায় পুলিস নয়, সিভিক ভলান্টিয়ার নিয়োগের সিদ্ধান্ত নিল স্বাস্থ্য দফতর।
স্বাস্থ্য দফতর বিজ্ঞপ্তি দিয়ে জানাল, হাসপাতালের নিরাপত্তায় মোতায়েন থাকবে ৩২০০ সিভিক ভলান্টিয়ার।
এক বছরের চুক্তিতে সিভিক ভলান্টিয়ার নিয়োগ করা হবে। পারিশ্রমিক মাসে ১০,০০০ টাকা।
১৫০০ সিভিক ভলান্টিয়ারের পারিশ্রমিক মেটাবে বিপর্যয় মোকাবিলা দফতর। বাকিদের বেতন দেবে রাজ্য পুলিস।
বলে রাখি, গতবছর ৩ এপ্রিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে নিরাপত্তার দাবি করেছিলেন চিকিত্সকরা। সেই অনুরোধে সাড়া দিলেন মমতা।