Cyclone Dana Update | Mamata Banerjee: নবান্নের কন্ট্রোল রুমে মুখ্যমন্ত্রী, রাত জেগে করবেন নজরদারি...

Thu, 24 Oct 2024-10:29 pm,

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফের প্রাকৃতিক বিপর্যয়। আয়লা-আমফানের স্মৃতি উসকে এবার ধেয়ে আসছে ঘুর্ণিঝড় দানা। নবান্নে কন্ট্রোলরুমে মুখ্যমন্ত্রী। চোখে জায়ান্ট স্ক্রিনে। পাশে মুখ্যসচিব মনোজ পন্থ।

স্থলভাগ থেকে দূরত্ব মাত্র ১২ কিমি। আবহাওয়া দফতর জানাচ্ছে, গতি না বাড়লে রাত আনুমানিক ৩টে নাগাদ ভিতরকণিকা পৌঁছে যাবে ঘুর্ণিঝড় দানা। ঝড়ের গতি তখন থাকবে ১০০ থেকে ১১০ কিমি। 

'ডানা'র জেরে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গ ও ওড়িশার একাধিক জেলায়।

দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত প্রশাসন। বিকেলে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, আজ রাতভর নবান্নের কন্ট্রোল রুমে থাকবেন তিনি। বিপর্যয় মোকাবিলায় সারারাত জাগবেন। কড়া নজর রাখবেন পরিস্থিতির উপর।

 

নবান্ন সূত্রে খবর, বৃহস্পতিবার বিকেল ৫টা থেকেই কন্ট্রোল রুমে রয়েছেন তিনি। নজর রেখেছেন জায়ান্ট স্ক্রিনে।

স্রেফ কন্ট্রোল রুম থেকে নজরদারিই নয়, নিজের দফতরেও কাজও করবেন মুখ্যমন্ত্রী।

নবান্ন সূত্রে খবর, পরিস্থিতি বিবেচনা করে নিজের দফতরে গিয়ে প্রয়োজনীয় নির্দেশ দেবেন মুখ্যমন্ত্রী। আবার ফিরে আসবেন কন্ট্রোলরুমে।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন,  ৩ লাখ ৫৬ হাজার ৯৪১ জনকে সরানোর জন্য চিহ্নিত করা হয়েছে। ১ লাখ ৫৯ হাজার ৮৩৭ জন ইতিমধ্যেই ক্যাম্পে আশ্রয় নিয়েছেন। মোট ৮৫১টি ক্যাম্প তৈরি করা হয়েছে। নবান্নের হেল্পলাইন নাম্বার- ০৩৩ ২২১৪-৩৫২৬।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link