ঘাপটি মেরে লুকিয়ে ছিল সোফার পাশে, বসতেই ফণা তুলল গোখরো!
সোনার হার বানাতে এসে গোখরোর ছোবল খেতে খেতে কোনওক্রমে বাঁচলেন এক ব্যক্তি।
হাড়হিম করে দেওয়া ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির রাজগঞ্জে।
রাজগঞ্জের কামারভিটা বাজারে সোনার দোকান সমর বণিকের।
তাঁর দোকানে সোনার চেন বানাতে আসেন কামারভিটার বাসিন্দা হরেকৃষ্ণ রায়।
জানা গিয়েছে, সোফার পাশে কুণ্ডলী পাকিয়ে বসেছিল গোখরো সাপ।
হরেকৃষ্ণ রায় দোকানে ঢুকে সোফায় বসতেই ফোঁস করে ওঠে সাপটি।
প্রাণভয়ে পড়িমড়ি করে দোকান ছেড়ে ছুটে পালান হরেকৃষ্ণ রায়।
সঙ্গে সঙ্গেই বন দফতরে খবর দেওয়া হয়। বন দফতরের কর্মীরা এসে সাপটিকে ধরে নিয়ে যায়।