NRC: টি-শার্ট, কফি মাগে ক্ষুদিরাম থেকে চে- বইমেলায় মিলছে SFI-র স্টলে
নিজস্ব প্রতিবেদন: এনআরসি-সিএএ নিয়ে প্রতিবাদ এবার টি-শার্ট থেকে কফি মাগে। এমনই অভিনব উদ্যোগ নিল বাম ছাত্র ও যুবরা।
বইমেলায় প্রতিবছরই স্টল দেয় সিপিএমের ছাত্র-যুবরা। এবারও তার ব্যতিক্রম নেই। তবে এবার স্টলটিই ব্যতিক্রমী। DYFI-র প্রবেশদ্বারে বড় করে লেখা 'কাগজ দেখাব না'। দু'পাশে- NO NRC ও NO CAA।
এরসঙ্গে এবার ঠাঁই পেয়েছেন বাংলার বিপ্লবীরাও- মাস্টার দা সূর্য সেন, ক্ষুদিরামরা। এর সঙ্গে রয়েছেন ভগত্ সিংও।
ভগত সিংয়ের ছবি দেওয়া টি-শার্টে জ্বলজ্বল করছে- ইনকিলাব জিন্দাবাদ। ক্ষুদিরাম ছবি দিয়ে লেখা, একবার বিদায় দে মা, ঘুরে আসি।
বিকোচ্ছে কফি মাগও। গেভারা, কাস্ত্রোর ছবির সঙ্গে রয়েছে এসএফআই লেখাও। সঙ্গে টুপিও।
কফি মাগের দাম ২০০ টাকা। টি-শার্টের দাম ২৭৫ টাকা। ১০০ টাকায় কিনতে পারবেন টুপি। স্টল নম্বর ১৪১।