ফাইভ স্টার হোটেলকেও হার মানাবে Comedian Kapil Sharma-র ভ্যানিটি ভ্যান
ফাইভ স্টার হোটেল নাকি ভ্যানিটি ভ্যান দেখে বোঝা বড়ই মুশকিল। কৌতুকশিল্পী কপিল শর্মার নতুন ভ্যানিটি ভ্যানকে দেখলে যে কেউ ভিরমি খাবেন।
কী না নেই সেই বিলাসবহুল গাড়িতে। এক কথায় বলতে গেলে পাঁচতারা হোটেল। মেকআপ রুম, বিশ্রাম ঘর, আধুনিক সুবিধাযুক্ত শৌচালয়, থাকছে টিভি, শীতাতপ নিয়ন্ত্রিক যন্ত্র সবই। স্বয়ংক্রিয় দরজা আরও কত কি।
সাধারণত এই ধরনের ভ্যানিটি ভ্যান বলিউডের প্রথম সারির অভিনেতা অভিনেত্রীদের কাছেই থাকে। কপিলের এই ভ্যানিটি ভ্যানটির ডিজাইন করেছেন দেশের অন্যতম সেরা বাহন নকসাকার দীলিপ ছাবারিয়া।
বেশকিছুদিন আগে নতুন ভ্যানিটি ভ্যানের ছবি নিজেই সোশ্যাল সাইটে শেয়ার করেছেন কৌতুকশিল্পী কপিল শর্মা।
কপিল শর্মা' নাকি তাঁর শোয়ের শ্যুটিংয়ে নিজের এই বিলাসবহুল ভ্যানিটি ভ্যান নিয়েই যান।
এদিকে সম্প্রতি তাঁর ভ্যানিটি ভ্যানের ডিজাইনার দিলীপ ছাবারিয়ার বিরুদ্ধেই প্রতারণার অভিযোগ আনেন কপিল। গত ২৯ ডিসেম্বর গাড়ি ডিজাইনার দিলীপ ছাবরিয়াকে ভুয়ো ফিনান্স এবং রেজিস্ট্রেশন চক্র চালানোর দায়ে গ্রেফতার করেছিল মুম্বই পুলিশ
জানা যায় খোদ কিং খান শাহরুখের ভ্যানিটি ভ্যানও ডিজাইন করেছিলেন দিলীপ ছাবারিয়ার। দাম পড়েছিল ৪ কোটি টাকা। কপিলের ভ্যানিটি ভ্যান শাহরুখের ভ্যানিটি ভ্যানের থেকেও দামি।
কপিল শর্মার এই ঝাঁ চকচপে, ফাইভ স্টার হোটেলের মত ভ্যানিটি ভ্যান বানাতে খরচ পড়েছিল ৫ কোটি টাকা।