IPL 2021: ইংল্যান্ডের কোন কোন ক্রিকেটাররা আইপিএল খেলছেন? রইল সম্পূর্ণ তালিকা
নিজস্ব প্রতিবেদন: আগামী সপ্তাহে শুরু আইপিএলের দ্বিতীয় পর্ব। ইতিমধ্যেই দেশ বিদেশের একাধিক ক্রিকেটার পৌঁছে গিয়েছেন সংযুক্ত আরব আমিরশাহীতে। কিন্তু কয়েক ঘণ্টা আগেই ইংল্যান্ডের তিন ক্রিকেটার- জনি বেয়ারস্টো, দায়িদ মালান ও ক্রিস ওকস আইপিএল থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছেন। আসন্ন টি-২০ বিশ্বকাপে ফোকাস করতেই আইপিএল খেলছেন না তাঁরা। এই তিন ক্রিকেটার ছাড়াও জোফ্রা আর্চার ও বেন স্টোকস নাম তুলে নিয়েছিলেন। এবার দেখে নেওয়া যাক শেষ পর্যন্ত মোট কতজন ইংল্যান্ডের ক্রিকেটারকে দেখা যাবে আইপিএলে। রইল সম্পূর্ণ তালিকা।
স্যাম কারান (সিএসকে)
মঈন আলি (সিএসকে)
অইন মর্গ্যান (কেকেআর)
জেসন রয় (সানরাইজার্স হায়দরাবাদ)
ক্রিস জর্ডন (পঞ্জাব কিংস)
আদিল রশিদ (পঞ্জাব কিংস)
লিয়াম লিভিংস্টোন (রাজস্থান রয়্যালস)