শারীরিক অবস্থা `স্থিতিশীল`, দিল্লির হাসপাতাল থেকে ছাড়া পেলেন সোনিয়া
দিল্লির হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হল কংগ্রেস প্রেসিডেন্ট সোনিয়া গান্ধীকে। গত বৃহস্পতিবার দলের একটি ভার্চুয়াল বৈঠকের পর অসুস্থ বোধ করায় তাঁকে হাসপাতালে আনা হয়।
সোনিয়া শারীরিক অবস্থা সন্তোষজনক হওয়ায় রবিবার দুপুর একটা নাগাদ তাঁকে স্যার গঙ্গারাম হাসপাতাল থেকে ছুটি দিয়ে দেওয়া হয়। জানিয়েছেন হাসপাতালের চেয়ারম্যান ডা ডি এস রানা।
হাসপাতালের তরফে এক মেডিক্যাল বুলেটিনে জানানো হয়েছে, ৩০ জুলাই সন্ধেয় সোনিয়া গান্ধীকে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁকে রবিবার ১টায় ছেড়ে দেওয়া হল। কিছু রুটিন চেক আপ ও পরীক্ষা করা হয়েছে। সোনিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল।
সংবাদসংস্থা সূত্রে খবর, সোনিয়া স্যার গঙ্গারাম হাসপাতালে রেসপিরেটরি অ্যান্ড চেস্ট মেডিসিন স্পেশালিস্ট ডা অরূপ কুমার বসুর তত্বাবধানে ছিলেন।
গত ফেব্রুয়ারি মাসেও সোনিয়া একবার গঙ্গারাম হাসপাতালে ভর্তি হন। সেবার তাঁর পাকস্থলীতে সংক্রমণ ধরা পড়ে।