হিন্দি বলয়ের তিন রাজ্যের পর আরও এক রাজ্যে জিত কংগ্রেসের

Sun, 23 Dec 2018-8:50 pm,

হিন্দি বলয়ের তিনটি রাজ্য খুঁইয়েছে বিজেপি। এবার ঝাড়খণ্ডের বিধানসভার উপনির্বাচন বিজেপিকে ধাক্কা দিল রাহুল গান্ধীর দল।  

ঝাড়খণ্ডের কোলেবিরা বিধানসভার উপনির্বাচনে নিকটতম বিজেপি প্রার্থীকে নয় হাজারের বেশি ভোটে হারালেন কংগ্রেসের নমন বিক্সল কোনগারি। 

 

কংগ্রেস প্রার্থী কোনগারি পেয়েছেন ৪০,৩৪৩টি ভোট। অন্যদিকে বিজেপি প্রার্থীর ঝুলিতে দিয়েছে ৩০,৬৮৫টি ভোট। 

প্রাক্তন মন্ত্রী ইনোস এক্কা হত্যা মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর খারিজ হয় তাঁর বিধায়ক পদ। ওই কেন্দ্রে গত ২০ ডিসেম্বর হয় উপনির্বাচনের ভোটগ্রহণ। 

বলে রাখি, ঝাড়খণ্ডের ক্ষমতায় রয়েছে বিজেপি। উপনির্বাচনে সাধারণত ক্ষমতাসীন দলই জেতে। ফলে এই পরাজয় বিজেপির কাছে ধাক্কা বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

কংগ্রেসের সাধারণ সম্পাদক অশোক দুবের কথায়, ''এটা ধর্মনিরপেক্ষ শক্তির জয়। বিজেপিকে প্রত্যাখ্যান করতে শুরু করে দিয়েছেন দেশের মানুষ''।  

প্রসঙ্গত, গুজরাটের জশদা কেন্দ্রে উপভোটে প্রায় ১৯ হাজার ভোটে ওই কেন্দ্রে কংগ্রেসকে হারিয়েছে বিজেপি। ফলে উপনির্বাচনের ফলাফল ১-১। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link