করোনা সতর্কতায় নয়া উদ্যোগ উবের চালকের, দেখুন
অর্ণবাংশু নিয়োগী: করোনা সংক্রমন থেকে নিজেকে রক্ষা করতে নয়া উদ্যোগ। যাত্রী থেকে নিজেকে আলাদা রাখার জন্য নিজের চারপাশে প্লাস্টিক কভার দিয়ে ড্রাইভিং।
চতুর্থদফার লকডাউনের মধ্যেই শহরে শুরু হয়েছে অ্যাপ ক্যাব পরিষেবা। নানা জায়গা থেকে যাত্রীরা ক্যাপ বুকিং চলছে।
এই অবস্থায় যাত্রীদের থেকে নিজেকে সুরক্ষিত রাখতে নয়া উদ্যোগ নিল একজন অ্যাপ ক্যাব চালক।
যাতে কোনও চালক তাকে স্পর্শ করতে না পারে। এমনকি, যাত্রীরাও নিজেকে সুরক্ষিত অনুভব করবেন। তার জেরেই এই প্লাস্টিকের আচ্ছাদন।
চালকের দাবি, নিজেকে সুরক্ষিত রাখা এবং সেই সঙ্গে যাত্রীদের সুরক্ষা দেওয়া দুটোই সম্ভব। যাত্রীকে নামাতে গিয়ে শালকিয়ায় দেখা মিলল এই ক্যাব চালকের।