ভোটমুখী বাংলায় হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, দায়ী অসচেতনতা
নিজস্ব প্রতিবেদন: এবার করোনার কোপ রাজ্যে। আতঙ্ক বাড়াচ্ছে করোনা আক্রান্তের সংখ্যা। রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা গত ২৪ ঘণ্টায় ২০০০-র বেশি।
গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্য়ু হয়েছে ৭ জনের। মোট আক্রান্তের সংখ্য ২০৫৮ জন। কলকাতায় নতুন করে করোনা আক্রান্ত ৫৮২ জন। দুই ২৪ পরগণায় আক্রান্তের সংখ্যা ৪৭২ জন।
পশ্চিমবঙ্গে যে হারে বৃদ্ধি পেয়েছে করোনা আক্রান্তের সংখ্যা তা কোনওভাবেই আশাব্যঞ্জক নয়। গত ৭দিনে দৈনিক সংক্রমণের হার ৬০র ঘরে ছিল। কিন্তু আজ স্বাস্থ্য দফতরের তরফে যে পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে তা খুবই উদ্বেগ জনক। কারণ এক লাফে অনেকটা বেড়ে গিয়েছে।
প্রসঙ্গত, বলে রাখা ভাল, টেস্টের সংখ্যা বেড়েছে। তার আক্রান্তের সংখ্যা স্বাভাবিকভাবেই বৃদ্ধি পেয়েছে। গতকাল রাজ্যে ২৯ হাজার টেস্ট হয়েছে বলে জানা যাচ্ছে।
নির্বাচনকে গুরুত্ব দিতে গিয়ে শিকেয় উঠেছে করোনা বিধি। জমায়েত হচ্ছেন মানুষ। মাস্ক পরতেও দেখা যাচ্ছে না অনেককে। সে কারণেই করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মানুষ অসচেতন ও করোনাকে অবজ্ঞার চোখে দেখছেন বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।