ফের বাড়ছে Corona, বন্ধ স্কুল-উড়ান, আংশিক লকডাউন চিনের রাজধানীতে
আবারও অবনতি হচ্ছে করোনা পরিস্থিতির। সংক্রমণ রুখতে চিনের রাজধানী বেজিংয়ে ফের বন্ধ হল স্কুল। বাতিল হল প্রায় ১,২০০টি উড়ান। প্রতিদিনই ফের হুহু করে বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা।
বেজিংয়ে বুধবার নতুন করে ৩১ জন আক্রান্ত হয়েছেন। এই নিয়ে গত ৬ দিনে ১৩৭ জন নতুন করে আক্রান্ত হয়েছেন চিনের রাজধানীতে।
সোমবার থেকেই বেজিংয়ের ৩০টি এলাকা চিহ্নিত করে সেখানে আংশিক লকডাউন করা হয়। সেই এলাকাগুলি থেকে বাসিন্দাদের বের হওয়া ও প্রবেশ নিষিদ্ধ করা হয়। এখনও পর্যন্ত প্রায় ৯০ হাজার ব্যক্তি করোনা টেস্ট করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।
লকডাউন ওঠার পর জিনফাদি পাইকারি বাজারের ভিড় থেকেই নতুন করে করোনা সংক্রমণ শুরু হয়। সেই পাইকারি বাজারের ক্রেতা-বিক্রেতাদের চিহ্নিত করে টেস্টিং করছেন স্বাস্থ্যকর্মীরা।
শুধু তাই নয়, বেজিং থেকে চিনের অন্যান্য অঞ্চলে যাওয়া ব্যক্তিদের কোয়ারেন্টিন করার নির্দেশ দেওয়া হয়েছে।