আগামীকাল মানবদেহে পরীক্ষামূলকভাবে প্রয়োগ হবে করোনা ভ্যাকসিন

Wed, 22 Apr 2020-1:27 pm,

বৃহস্পতিবার মানবেদেহে পরীক্ষামূলকভাবে প্রয়োগ হবে করোনা ভ্যাকসিন। ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক লন্ডনে করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত ব্রিফিং দিতে এসে এই কথা জানিয়েছেন।

সিএইচএডিওএক্স১ এনকোভ-১৯ নাম এই ভ্যাকসিনের। ইউনিভার্সিটি অব অক্সফোর্ডের বিজ্ঞানীদের তৈরি এই ভ্যাকসিন প্রয়োগ সফল হলে বড় বিপর্যয় থেকে মুক্তি পেতে পারে মানবজাতি।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং ইমপেরিয়াল কলেজ অফ লন্ডনের গবেষকদের যৌথ প্রচেষ্টায় তৈরি হয়েছে এই ভ্যাকসিন। এই প্রকল্পের জন্য অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের ২০ মিলিয়ন পাউন্ড এবং ইমপেরিয়াল কলেজকে ২২.৫ মিলিয়ন পাউন্ড আর্থিক সহায়তা দেবে ব্রিটেনের সরকার।

সেপ্টেম্বর মাস নাগাদ এই ভ্যাকসিনের চূড়ান্ত প্রয়োগ করা হবে মানব শরীরে। ভ্যাকসিন প্রয়োগ সফল হলে আপাতত ১০ লাখ ডোজ বাজারে ছাড়া হবে বলে জানিয়েছেন গবেষকরা।

ভাইরোলজিস্ট ড. সারাহ গিলবার্টের নেতৃত্বে অক্সফোর্ডের একদল বিজ্ঞানী জানুয়ারি মাস থেকে করোনার ভ্যাকসিন তৈরির কাজ শুরু করেছিন। সারাহ ও তাঁর সহকর্মীদের অন্য সংক্রমণজনিত রোগের ভ্যাকসিন তৈরির অভিজ্ঞতা রয়েছে। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link