কোভিড টেস্ট করিয়ে বেপাত্তা ৩,৩৩৮ করোনা পজিটিভ রোগী
গত সাত দিনে বেঙ্গালুরুতে করোনা রোগীর সংখ্যা ১৬,০০০ থেকে বেড়ে হয়েছে ২৭,০০০। এর মধ্যেই রাজ্যের স্বাস্থ্যকর্মীদের মারাত্মক গাফিলতি সামনে চলে এল।
কর্ণাটকের মোট করোনা রোগীর অর্ধেকই বেঙ্গালুরুর। সেই শহরেই ৩,৩৩৮ করোনা রোগীর কোনও সন্ধান পাচ্ছে না রাজ্য প্রশাসন। রাজ্যে প্রশাসনের বক্তব্য বহু চেষ্টা করেও ওইসব রোগীদের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না।
বেঙ্গালুরু পুরসভার কমিশনার এন মঞ্জুনাথ সংবাদমাধ্যমে জানিয়েছেন, বেশকিছু রোগীকে পুলিসের সাহায্যে খুঁজে পাওয়া যেতে পারে। তবে তার পরেও ৩৩৩৮ রোগীর কোনও খোঁজ এখনও পাওয়া যাচ্ছে না।
কীভাবে ঘটল এমন ঘটনা? রাজ্য প্রশাসনের একাংশের দাবি, ওইসব রোগী করোনা টেস্টের সময় ল্যাবে ভুল ফোন নম্বর দিয়েছিলেন, কেউবা ভুল ঠিকানা দিয়েছিলেন। কিন্তু প্রশ্ন উঠছে, টেস্টের সময় রোগীদের পরিচয়পত্র দেখে নেওয়ার কথা। তা নিশ্চয় করা হয়নি।
শনিবার রাজ্যে ৫,০৭২ রোগীর সন্ধান পাওয়া গিয়েছে। রাজ্যে মোট কোভিড রোগীর সংখ্যা ৯০,৯৪২ জন। সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৫৫,৬৩৮ জন।