গত একদিনে রাজ্যে করোনা আক্রান্ত ৩,৯২০, মৃত্যু ৫৯ জনের
গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হলেন ৩,৯২০ জন। এনিয়ে রাজ্যে আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়াল ৪,০৫,৩১৪।
গত একদিনে রাজ্যে করোনার শিকার হয়েছেন ৫৯ জন। সবেমিলিয়ে এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মৃত্যু হল ৭,২৯৪ জনের।
এখনও পর্যন্ত রাজ্যে করোনা মুক্ত হয়েছেন ৩,৬৩,৪৫৪ জন। গত একদিনে সুস্থ হয়েছেন ৪,৩৮৩ জন।
গত কয়েকদিন ধরেই রাজ্যে দৈনিক সুস্থ রোগির সংখ্যা ৪ হাজারের ওপরেই থাকছে। এখনও পর্যন্ত রাজ্যে সুস্থতার হার ৮৯.৬৭ শতাংশ।
কলকাতায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হলেন ৮১৩ জন, মৃত্যু হল ১৬ জনের। অন্যদিকে, উত্তর ২৪ পরগনায় গত একদিনে করোনা আক্রান্ত ৭৯৬ জন। মারা গিয়েছেন ১১ জন।