বেলাগাম সংক্রমণ! গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তদের অর্ধেকের বেশি এই ৫ রাজ্যের

Tue, 01 Sep 2020-7:47 pm,

কেন্দ্রের নজরে ছিল ১০ রাজ্য। তবে দেশের পাঁচ রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তদের অর্ধেকের বেশি দক্ষিণের ৪ ও উত্তরের এক রাজ্যের।

গত একদিন দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৬৯,৯২১ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী ওই পাঁচ রাজ্য হল মহারাষ্ট্র(১১,৮৫২), অন্ধ্রপ্রদেশ(১০,০০৪), কর্ণাটক(৬,৪৯৫), তামিলনাড়ু(৫,৮৫২) ও উত্তরপ্রদেশ(৪,৭৮২)। সবেমিলিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তের ৫৬ শতাংশই ওইসব রাজ্যের। 

গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৮১৯ করোনা রোগীর। তার মধ্যে ওই পাঁচ রাজ্যের ৫৩৬ জন। শতাংশের হিসেবে ৬৫.৪ শতাংশ।

ওই পাঁচ রাজ্যের আরও একটি রেকর্ড রয়েছে। সেটি হল গত ২৪ ঘণ্টায় দেশ যতজন সুস্থ হয়েছেন তাদের ৫৮.০৪ শতাংশই ওইসব রাজ্যের। গোটা দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬৫.০৮১ জন।

অন্যদিকে, দেশে করোনা রোগী সুস্থ হওয়ার হার বাড়ছে। এখনও পর্য্নত ওই হার গিয়ে দাঁড়িয়েছে ৭৭ শতাংশে। সুস্থ হওয়া রোগীর মোট সংখ্যা ২৮,৩৯,৮৮২ জন। সক্রিয় করোনা আক্রান্ত ৭,৮৫,৯৯৬ জন। সুস্থ হয়েছেন ২০.৫৩ লাখ মানুষ।

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link