ভয়ঙ্কর পরিস্থিতি! জুলাইয়ে অন্ধ্রপ্রদেশে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ল ৮৬৫ শতাংশ

Sat, 01 Aug 2020-5:17 pm,

মহারাষ্ট্র, তামিলনাড়ু ও দিল্লির সঙ্গে পাল্লা দিয়ে করোনা সংক্রমণ বাড়ছিল অন্ধ্রপ্রদেশে। বর্তমানে রাজ্যে কোভিড আক্রান্তের সংখ্যা ১,৪০,৯৩৩। সক্রিয় করোনা আক্রান্ত ৭৫,৭২০। মৃত্যু হয়েছে ১৩৪৯ জনের।

মোট করোনা আক্রান্তের সংখ্যা ১,৪০,৯৯৩ হলেও গত জুলাই মাসেই রাজ্যে আক্রান্ত হয়েছেন ১,২৬,৩৩৭ জন। জুন মাসের ৩০ তারিখ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ছিল ১৪,৫৬৯। শতাংশের হিসেবে আগের মাসের থেকে জুলাইয়ে আক্রান্তের সংখ্যা বেড়েছে ৮৬৫ শতাংশ।

রাজ্যে সবচেয়ে জনবহুল জেলা হল পূর্ব গোদাবরী। সেখানে জুলাইয়ে আক্রান্তের সংখ্যা বেড়েছে ১,৮০০ শতাংশ। ওই মাসে রাজ্যে ১১.৯ শতাংশে মানুষ কোভিড পজিটিভ হয়েছেন।

গত শুক্রবার  রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ১০,৩৭৬ জন। এদিন মৃত্যু হয়েছে ৬৮ জনের। সবেমিলিয়ে রাজ্যে মৃত্যু হয়েছে ১৩৪৯ জনের।

আক্রান্তের সংখ্যার দিক থেকে দেশে এই মুহূর্তে তৃতীয় স্থানে রয়েছে অন্ধ্রপ্রদেশ। মহারাষ্ট্র ও তামিলনাড়ুর পরেই রয়েছে এই রাজ্যে। সম্প্রতি অন্ধ্র দিল্লিকেও ছাপিয়ে গিয়েছে। গত তিন ধরে রাজ্যে ৩০,০০০ বেশি মানুষ আক্রান্ত হচ্ছেন।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link