ভাঙল সব রেকর্ড! গত ৪ দিনে প্রতি ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ১১০ জন

Sun, 03 May 2020-3:29 pm,

রবিবার দুপুর পর্যন্ত দেশে করোনায় মৃতের সংখ্যা গিয়ে হয়েছে ১৩০১ জন। সক্রিয় আক্রান্ত ২৮০৪৭ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০,৬৩২ জন। এর মধ্যে গত ৪ দিনে পরিসংখ্যান চমকে দেওয়ার মতো।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুয়ায়ী, গত ৪ দিনে দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১০,০০০ বেশি মানুষ। প্রতি ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১১০ জন মানুষ। পাশাপাশি গত এক দিনে প্রতি ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩ জন সংক্রমিত মানুষের।

এখনও পর্যন্ত মহারাষ্ট্র সবচেয়ে বেশি আক্রান্ত রাজ্যে। এথনও এখনও পর্যন্ত ১২,০০০ করোনা রোগীর সন্ধান পাওয়া গিয়েছে সেখানে। এর পরেই রয়েছে গুজরাট। মোদীর রাজ্যে এখনও পর্যন্ত সেখামে আক্রান্ত হয়েছেন ৫০৫৪ জন। মৃত্যু হয়েছে ২৬২ জনের। সুস্থ হয়েছেন ৮৯৬ জন।

দিল্লিতে এখনও পর্যন্ত ৪১১২ জন আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৬৪ জনের। ১২৫৬ জন সুস্থ হয়েছেন।

তামিলনাড়ুতে কোভিড আক্রান্তের সংখ্যা ২৭৫৭। সুস্থ হয়েছে ১৩৪১ জন। মৃত্যু হয়েছে ২৯ জন। রাজস্থানে ২৭৭০ করোনা রোগী ধরা পড়েছে। এর মধ্যে ৬৫ জনের মৃত্যু হয়েছে। ১১২১ জন সুস্থ হয়েছেন। মধ্যপ্রদেশে  মৃতের সংখ্যা ১৫১, আক্রান্ত ২৮৪৬ এবং সুস্থ হয়েছেন ৬২৪ জন।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link