একদিনে করোনার কবলে ৩৪ হাজার মানুষ, দেশে আক্রান্ত মোট ১০ লক্ষ

Fri, 17 Jul 2020-11:10 am,

নিজস্ব প্রতিবেদন: দেশে মোট করোনা আক্রান্তর সংখ্যা ১০ লক্ষ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় ফের সর্বোচ্চ ৩৪ হাজার ৯৫৬ জনের আক্রান্ত হওয়ার খবর মিলেছে।

 

দেশে এখন মোট করোনা আক্রান্তর সংখ্যা ১০ লক্ষ ৩ হাজার ৮৩২। গোটা ভারতে মোট নোভেলে প্রাণ হারিয়েছেন ২৫ হাজার ৬০২ জন। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী এখন সক্রিয় করোনা আক্রান্তর সংখ্যা ৩ লক্ষ ৪২ হাজার ৪৭৩। ৬৩.৩৪ শতাংশ রোগী অর্থাৎ ৬ লক্ষ ৩৫ হাজার ৭৫৬ জন ইতিমধ্যেই করোনাকে কাত করে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

গত ২৪ ঘন্টায় ৮ হাজার ৬৪১ জন আক্রান্ত হয়েছেন মহারাষ্ট্রে। সে রাজ্যে এখন মোট করোনা আক্রান্তর সংখ্যা ২ লক্ষ ৮৪ হাজার ২৮১। সক্রিয় করোনা আক্রান্ত ১ লক্ষ ১৪ হাজার ৯৪৭ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লক্ষ ৫৮ হাজার ১৪০। নোভেল হানায় এ পর্যন্ত ঠাকরে রাজ্যে মোট প্রাণ হারিয়েছেন ১১ হাজার ১৯৪ জন।

এরপরেই স্থান তামিলনাড়ুর। তামিলনাড়ুতে মোট করোনা আক্রান্ত ১ লক্ষ ৫৬ হাজার ৩৬৯ জন। প্রাণ হারিয়েছেন ২ হাজার ২৩৬ জন। মোট সুস্থ হয়ে উঠেছেন ১ লক্ষ ৭ হাজার ৪১৬ জন।

দিল্লিতে মৃত্যুর সংখ্যা তামিলনাড়ুর থেকেও বেশি। রাজধানীতে মোট করোনা আক্রান্ত  ১ লক্ষ ১৮ হাজার ৬৪৫। মোট প্রাণ হারিয়েছেন ৩ হাজার ৫৪৫ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯৭ হাজার ৬৯৩ জন। দিল্লির পরেই বেহাল অবস্থা কর্ণাটকের।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link