একদিনে ৫২ হাজার কোভিড পজেটিভ, ১৮ লক্ষ ছাড়াল মোট আক্রান্তের সংখ্যা

Mon, 03 Aug 2020-12:46 pm,

নিজস্ব প্রতিবেদন: একদিন আগেই ১৭ লক্ষ ছাড়াল আজ আবার ১৮ লক্ষ। করোনা যেন রেস লড়ছে। গত ২৪ ঘন্টায় মোট করোনা আক্রান্ত হয়েছেন ৫২ হাজার ৯৭২ জন। দেশে এখন মোট করোনা আক্রান্তর সংখ্যা ১৮ লক্ষ ৩ হাজার ৬৯৫। দেশের হেভিওয়েট নেতাদেরও করোনায় আক্রান্ত ও মৃত্যুর খবর মিলেছে গত ২৪ ঘন্টায়। আক্রান্ত হয়েছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গতকাল সকালে প্রাণ হারিয়েছেন যোগী মন্ত্রিসভার কমল রানি বরুন।

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় প্রাণ হারিয়েছেন ৭৭১ জন। দেশে এ পর্যন্ত করোনার বলি ৩৮ হাজার ১৩৫। মোট সুস্থ হয়ে উঠেছেন ১১ লক্ষ ৮৬ হাজারেরও বেশি করোনা রোগী। এখন সক্রিয় করোনা আক্রান্তর সংখ্যা ৫ লক্ষ ৭৯ হাজার ৩৫৭। সুস্থতার হার ৬৫.৭৬ শতাংশ।

 

মহারাষ্ট্রে মোট করোনা আক্রান্ত ৪ লক্ষ ৪১ হাজার ২২৮ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লক্ষ ৭৬ হাজার ৮০৯ জন। ঠাকরের গড়ে এ পর্যন্ত করোনার বলি ১৫ হাজার ৫৭৬। এখন সে রাজ্যে সক্রিয় করোনা রোগী ১ লক্ষ ৪৮ হাজার ৮৪৩।

 

করোনায় বিধ্বস্ত তামিলনাড়ুও। সে রাজ্যে মোট করোনা আক্রান্ত ২ লক্ষ ৫৭ হাজার ৬১৩ জন। কোভিড যুদ্ধে জয়ী হয়ে বাড়ি ফিরেছেন ১ লক্ষ ৯৬ হাজার ৪৮৩ জন। মোট প্রাণ হারিয়েছেন ৪ হাজার ১৩২ জন। সক্রিয় করোনা আক্রান্ত ৫৬ হাজার ৯৯৮।

তৃতীয় স্থানে অন্ধ্র প্রদেশ। সেখানে মোট করোনা আক্রান্তর সংখ্যা ১ লক্ষ ৫৮ হাজার ৭৬৪। সক্রিয় করোনা রোগী ৭৪ হাজার ৪০৪। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮২ হাজার ৮৮৬। মোট প্রাণ হারিয়েছেন ১ হাজার ৪৭৪ জন।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link