আশঙ্কাই সত্যি হল! গোষ্ঠী সংক্রমণের মুখে এশিয়ার সব থেকে বড় বস্তি, করোনা আক্রান্ত ২২

Fri, 10 Apr 2020-4:01 pm,

শেষ পর্যন্ত আশঙ্কাই সত্যি হল। এশিয়ার সব থেকে বড় বস্তি এবার করোনার গোষ্ঠী সংক্রমণের মুখে। মুম্বইয়ের ধারাভি বস্তিতে এখন করোনা আক্রান্তের সংখ্যা ২২। 

বৃহঃ মুম্বাই মিউনিসিপাল কর্পোরেশনের তথ্য অনুযায়ী, নতুন করে পাঁচজন করোনা আক্রান্তের মধ্যে দুজন মহিলা। একজনের বয়স ২৯ বছর। যিনি বৈভব নগরে অবস্থিত চিকিৎসকের স্ত্রী। এবং অন্য একজন ৩১ বছর বয়সী, যিনি কল্যাণওয়ারি এলাকার বাসিন্দা।

দুজন করোনা আক্রান্ত ব্যক্তি দিল্লির মারকাজ নিজামউদ্দিন ফেরত। এদের মধ্যে একজন ডা. বালিগা নগরের বাসিন্দা ও অন্য জন পিএমজিপির বাসিন্দা। ইতিমধ্যেই এই দুজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। 

গতকাল ধারভিতে আরও তিনটি নতুন করোনা আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে। যার মধ্যে মুকুন্দ নগরের দুজন। একজন বয়স ৫৮ বছর, আরেক জনের বয়স ৩০ বছর। দুজনেই পুরুষ। অন্যজন জেসমিন মিল রোডের উল্টোদিকের বাসিন্দা ৫৫ বছর বয়সী পুরুষ।

মহারাষ্ট্রে এখন করোনা আক্রান্তের সংখ্যা ১৩৬৯। মারা গিয়েছেন ৯৭ জন। প্রশাসনিক কর্তাদের অনেকেই মনে করছেন, তাবলিঘি জামাত ফেরত দুজন ব্যক্তির শরীর থেকেই ধারাভি বস্তিতে আক্রান্ত হয়েছেন অনেকে।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link