দেশে হুহু করে বাড়ছে করোনা রোগীর সংখ্যা, কালোবাজারি রুখতে অক্সিজেনের দাম বেঁধে দিল কেন্দ্র
দেশজুড়ে লাফিয়ে চলা করোনার গতির মধ্যেই মুনাফা করার সীমা নেই। দেশের এরকম এক সময়েও মজুত করা হচ্ছে অক্সিজেন। এরকম বহু অভিযোগ জমা পড়ছিল দিনের পর দিন। এবার করোনা চিকিত্সা ও অন্যান্য শ্বাসকষ্টজনিত রোগের চিকিত্সায় ব্যবহৃত অক্সিজেনের দাম বেঁধে দিল কেন্দ্র।
ইতিমধ্যেই দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৫৯ লাখ ছুঁয়েছে। শনিবারই দেশে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৮৫,০০০ মানুষ। এরকম এক অবস্থায় অক্সিজেনের চাহিদা বাড়ছে হুহু করে।
শনিবার কেন্দ্র জানিয়েছে, তরল অক্সিজেনের দামে কোনও সীমা ধার্য না থাকায় অক্সিজেন প্রস্তুতকারকরা ইচ্ছেমতো দাম বাড়িয়ে দিচ্ছে। একথা মাথায় রেখে প্রতি ঘনমিটার তরল অক্সিজেনের দাম ১৫.২২ টাকা বেঁধে দেওয়া হল।
তবে একেবারে সিলিন্ডার ভর্তি করে রোগী পর্যন্ত পৌঁছতে ওই অক্সিজেনের দাম হবে প্রতি ঘনমিটারে ২৫.৭১ টাকা। প্রসঙ্গত, আগে এই দাম ছিল ১৭.৪৯ টাকা প্রতি ঘনমিটার।
আগামী ৬ মাস এই দাম ধার্য থাকবে। তবে ট্যাক্স আলাদা করে ধরা হবে। বর্তমানে দেশে অক্সিজেনের চাহিদা চারগুণ বেড়ে হয়েছে প্রতি দিন ২,৮০০ টন।