এখনও ঠেকাতে পারেনি চিন! গত এক সপ্তাহে মিলল ১০০ করোনা রোগীর সন্ধান
চিনে এখনও থামেনি করোনার সংক্রমণ। গত এক সপ্তাহে সেখানে নতুন করে ১০০ করোনা রোগীর সন্ধান পাওয়া গিয়েছে।
শনিবারের পরিসংখ্যান অনুযায়ী চিনে এখন করোনা আক্রান্তের সংখ্যা ৮২,০৫২ জন।
দেশের ন্যাশনাল হেলথ কমিশনের দেওয়া হিসেব অনুযায়ী, শনিবার ১২৮০ সন্দেহভাজন করোনা রোগীর মধ্যে ৪৮১ জনকে ছেড়ে দেওয়া হয়েছে। ৭৯৯ জনের চিকিত্সা চলছে। এদের মধ্যে ৩৬ জনের অবস্থা আশঙ্কাজনক।
শনিবার যে ১০০ রোগীর সন্ধান পাওয়া গিয়েছে এদের মধ্যে ৯৭ জন বিদেশে ছিলেন।
হুবেই প্রদেশের উহান থেকেই ছড়িয়েছিল কোভিড-১৯ ভাইরাস। কঠোরভাবে লকডাউন করে তা কোনওক্রমে ঠেকিয়েছে চিন সরকার। তবে দেশের অন্যান্য জায়গায় এখনও করোনা রোগীর সন্ধান পাওয়া যাচ্ছে। এর মধ্যেও দেশের অন্যান্য জায়গায় সাধারণ জীবনযাত্রার অনুমতি দিচ্ছে সরকার।