মাত্র ৪০ পয়সার এই হজমের ওষুধেই কাবু হতে পারে করোনা! চাঞ্চল্যকর দাবি গবেষকদের

Sudip Dey Sun, 03 May 2020-3:59 pm,

গোটা বিশ্বের লক্ষাধিক মানুষের প্রাণ কেড়েছে করোনাভাইরাস। ভারতেও করোনা আক্রান্ত এই মুহূর্তে ২৮ হাজার ৪৬ জন, মৃত্যু হয়েছে ২৮০৪৬ জন মানুষ। করোনার কোনও প্রতিষেধক বা ওষুধ এখনও পর্যন্ত আবিষ্কার হয়নি।

এই পরিস্থিতিতে সামান্য একটা বদ হজমের ওষুধ আশার আলো দেখাচ্ছে গবেষকদের মনে। এই ওষুধের নাম ফ্যামোটিডিন। এর এক একটির দাম মাত্র ৪০ পয়সা!

এই মুহূর্তে যখন গ্যাস্ট্রো করোনাভাইরাস গ্যাস্ট্রো সমস্যার উপসর্গের আড়ালে ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠছিল, ঠিক সেই সময় এই ওষুধের গবেষণামূলক পরীক্ষায় আশানুরূপ ফল পাওয়া গিয়েছে বলে দাবি নিউ ইয়র্কের একদল গবেষকের। চিনেও এই ওষুধের ট্রায়াল চলছে।

গ্যাস, অম্বলের মতো গ্যাস্ট্রো সমস্যার উপশমে ফ্যামোটিডিন নামের এই ওষুধের ব্যবহার হয় সারা বিশ্বেই। বিভিন্ন ওষুধ প্রস্তুতকারক সংস্থা ভিন্ন ভিন্ন নামে এই ওষুধ বিক্রি করেন। মার্কিন মুলুকে এই ওষুধের নাম পেপসিড।

ইতিমধ্যেই এই বিষয়ে প্রধাণমতমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে দেশের সরকারি ওষুধ নিয়ন্ত্রক সংস্থাগুলির। কেন্দ্রীয় নির্দেশে ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি (NPPA) এই ওষুধের গুণমান ও উৎপাদন বাড়ানোর কাজে জোর দিয়েছে।

হাইড্রোক্সিক্লোরেকুইনের মতো এই ওষুধও ভারতেই তৈরি হয়। ফলে এই ওষুধের জন্য অন্য কোনও দেশের উপর নির্ভরশীল হতে হবে না। করোনার সংক্রমণ ঠেকাতে এই ওষুধ কতটা কার্যকরী হয়ে উঠতে পারে, এখন সেটাই দেখার।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link