কলকাতার পর উত্তর ২৪ পরগনাতেও করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ পার
পরপর কয়েকদিনই রাজ্যে করোনা আক্রান্তের সংখ্য়াকে পেছনে ফেলে দিচ্ছে করোনাজয়ীরা। গত একদিনও সেই প্রবণতা লক্ষ্য করা গেল। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৩,৩৬৭ জন। অন্যদিকে, করোনামুক্ত হলেন ৩,৪৪৫ জন।
রাজ্য সরকারের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৪,৮০,৮১৩। পাশাপাশি সুস্থ হয়েছেন ৪,৪৮,০৩২ জন। সুস্থতার হার ৯৩.১৮ শতাংশ।
গত একদিনে রাজ্যে করোনার বলি হয়েছেন ৫৪ জন। গত কয়েকদিন ধরেই দৈনিক মৃতের সংখ্যা ৫০ এর নীচে ছিল। তা ফের বাড়তে শুরু করেছে। এনিয়ে এখনও পর্যন্ত রাজ্যে করোনা সংক্রমণে প্রাণ হারালেন মোট ৮,৩৭৬ জন।
অন্যদিকে, উত্তর ২৪ পরগনায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ পার করল। গত ২৪ ঘণ্টায় জেলায় করোনা আক্রান্ত হয়েছেন ৮১৪ জন। সবে মিলিয়ে এখনও পর্যন্ত জেলায় আক্রান্তের সংখ্যা ১,০০,১৪৫। গত একদিনে জেলায় করোনার শিকার হয়েছেন ১৪ জন।
কলকাতায় গত একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৮২৬ জন। মৃত্যু হয়েছে ১৩ জনের।