উদাহরণ কেরলের ওনাম! উত্সবে করোনা বিধি না মানলে পরিস্থিতি ভয়ঙ্কর হবে, হুঁশিয়ারি হর্ষবর্ধনের
দেশের বহু বিশেষজ্ঞ সতর্ক করেছিলেন, উত্সবের সময় সাবধান না হলে দেশের করোনা পরিস্থিতি ভয়ঙ্কর আকার ধারন করতে পারে। সেকথা মাথায় রেখেই পুজোর সময়ে প্যান্ডেলে না যাওয়ার ব্যাপারে সওয়াল করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন।
কেরলে ওনাম-এর পর রাজ্যে দৈনিক করোনা সংক্রমণ লাফিয়ে বেড়েছে। এমনকি তা মহারাষ্ট্রকেও টেক্কা দিয়েছে। গত ২৪ ঘণ্টায় সেখানে করোনা আক্রান্ত হয়েছেন প্রায় ১২ হাজার মানুষ। হর্ষবর্ধন রবিবার বলেন, উত্সবের সময়ে করোনা স্বাস্থ্যবিধি না মানলে মারাত্মক আকার ধারন করতে পারে করোনা সংক্রমণ। সেরকম হলে আমাদের সবাইকেই ভুগতে হবে।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী বলেন, কোনও ধর্মের কোনও নেতাই বলবেন না যে ধর্মীয় উত্সবের সময়ে প্রাণের ঝুঁকি নিয়ে উত্সবে সামিল হতে হবে। কোনও দেবতাই বলেন না পুজোর জন্য পুজো প্যান্ডেলে যেতে হবে।
পুজোর সময়ের কথা মাথার রেখে হর্ষবর্ধন বলেন, যে কোনও জায়গা থেকেই দেবতাকে স্মরণ করা যায়। তার জন্য প্যান্ডেলে যেতে হবে না। আমার মনে হয় নিজের পরিবারের সঙ্গে এবার পুজোটা কাটান।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর পরামর্শ, যদি কেউ একান্তই পুজো প্যান্ডেলে যেতে চান তাহলে ২ গজের দূরত্ব বজায় রাখুন। সবাই মাস্ক পরুন। দেশের স্বাস্থ্যমন্ত্রী হিসেবে মানুষকে সাবধান করার জন্য এসব বলছি। এটা আমার কর্তব্য।