করোনাভাইরাস সংক্রমণের জেরে দিল্লিতে আপাতত স্থগিত শুটিং বিশ্বকাপ
করোনাভাইরাস সংক্রমণের জের, আপাতত স্থগিত হয়ে গেল শুটিং বিশ্বকাপ।
চলতি মাসের ১৫ থেকে ২৫ তারিখ পর্যন্ত দিল্লিতে শুটিং বিশ্বকাপ হওয়ার কথা ছিল।
একই সঙ্গে বাতিল হয়ে গেল একটি অলিম্পিক টেস্ট ইভেন্টও। দিল্লিতেই এই ইভেন্টটি ১৬ এপ্রিল থেকে হওয়ার কথা ছিল।
করোনা ভাইরাসের জন্য ২২টি দেশ শুটিং বিশ্বকাপ থেকে নাম তুলে নেয়। শুধু তাই নয় করোনা প্রভাবিত দেশ যেমন চিন, জাপান থেকে আসা মানুষদের ভারতে ঢুকতে দেওয়ার ক্ষেত্রেও একাধিক নিষেধাজ্ঞা জারি করেছে ভারত সরকার।
মূলত এই সব কারণের জন্য বিশ্বকাপকে আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঠিক হয়েছে যে অলিম্পিকের আগে দু'ভাগে শুটিং বিশ্বকাপের আয়োজন করা হবে।