নতুন করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধিতে বিশ্বে ১ নম্বরে ভারত

Sat, 08 Aug 2020-10:21 am,

একদিকে আনলকে নিয়মের প্রতি চূড়ান্ত অনীহা। অন্যদিকে স্বাস্থ্যবিধির বিষয়ে অসচেতনতা। দুইয়ের প্রভাবে অগস্টে মারাত্মক হারে বেড়েছে নতুন করোনাভাইরাস সংক্রমণের ঘটনা। চলতি মাসে এখনও পর্যন্ত নতুন সংক্রমণের জেরে বিশ্বে এক নম্বরে ভারত।

অগস্টের প্রথম ৬ দিনে ভারতে নতুন করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ৩,২৮,৯০৩। মার্কিন যুক্তরাষ্ট্রে এই সময়ে করোনা আক্রান্ত হয় ৩,২৬,১১১ জন। ব্রাজিলে এই ৬ দিনে নতুন করোনা আক্রান্তের সংখ্যা ২,৫১,২৬৪।

শুক্রবার ফের রেকর্ড হারে বেড়েছে দেশে করোনা সংক্রমণ। ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬০,০০০-এরও বেশি। এক দিনে প্রাণ হারিয়েছেন ৯২৬ জন।

পরিসংখ্যান থেকে স্পষ্ট, এই মূহূর্তে বৃদ্ধির নিরিখে বিশ্বে করোনাভাইরাসের হটস্পট হয়ে দাঁড়িয়েছে ভারত। তার পরেই স্থান মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের। যদিও, এখনও পর্যন্ত মোট করোনা আক্রান্ত ও মৃত্যুর নিরিখে বিশ্বে তৃতীয় স্থানে ভারত। 

ভারতে এখন মোট করোনা আক্রান্তের সংখ্যা ২০,৮৮,৬১১। প্রাণ হারিয়েছেন ৪২,৫৭৮ জন। করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ১৪,২৭,৬৬৯ জন। তথ্যসূত্র- ওয়ার্ল্ডোমিটার।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link