চিনকে ছাপালো মহারাষ্ট্র! ২.৫ লক্ষে পৌঁছলো দেশের মোট করোনা আক্রান্ত

Mon, 08 Jun 2020-10:56 am,

নিজস্ব প্রতিবেদন: আড়াই লক্ষ! হ্যাঁ ভারতে করোনা আক্রান্তর সংখ্যা ২ লক্ষ ৫০ ছাড়াল। টানা লকডাউনের পরেও রোখা গেল না করোনার দাপট। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের ৭ জুন প্রকাশিত তথ্য অনুযায়ী ভারতে সক্রিয় করোনা আক্রান্ত ১ লক্ষ ২০ হাজার ৪০৬। নোভেল করোনা আক্রান্ত দেশে মোট প্রাণ হারিয়েছেন ৬ হাজার ৯২৯ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে সারা দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৯৮৩ জন। এই নিয়ে এটি ষষ্ঠ দিন যখন একদিনে ৯ হাজারের বেশি আক্রান্তর খবর মিলল।

করোনা হানায় বিধ্বস্ত রাজ্যগুলির মধ্যে সবচেয়ে বেহাল দশা মহারাষ্ট্র, তামিলনাড়ু ও রাজধানী দিল্লির। মহারাষ্ট্রে করোনা আক্রান্ত ৮২ হাজার ৯৬৮। এ রাজ্য থেকে ২৯৬৯ জনের প্রাণ কেড়ে নিয়েছে মারণ ভাইরাস। এমনটাই তথ্য মিলেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে। যদিও কিছু সংবাদ মাধ্যমের প্রকাশিত তথ্য অনুযায়ী মহারাষ্ট্রে করোনা আক্রান্ত ৮৫ হাজার ৯৭৫ যা গোটা চিন দেশের তুলনায়ও বেশি। চিনের মোট করোনা আক্রান্ত ৮৩ হাজার ৪০ জন।

 

তামিলনাড়ুতে মোট করোনা আক্রান্ত ৩০ হাজার ১৫২। মৃত্যু হয়েছে ২৫১ জনের। রাজধানীতে নোভেল আক্রান্ত ২৭ হাজার ৬৫৪। মৃত্যুর সংখ্যাতে তামিলনাড়ুকে ছাপিয়ে গিয়েছে রাজধানী। তামিলনাড়ুতে করোনার বলি ৭৬১।

মহারাষ্ট্র,তামিনাড়ু ও  দিল্লির পরেই দেশের নিরিখে বেহাল দশা গুজরাটের। বিজয় রূপানির রাজ্য়ে করোনা আক্রান্ত ১৯ হাজার ৫৯২। মাহারাষ্ট্র বা দিল্লির মতো না হলেও বঙ্গেও করোনা হানায় আক্রান্ত ৭ হাজার ৭৩৮। দেশের নিরিখে অষ্টম ক্ষতিগ্রস্ত রাজ্য পশ্চিমবঙ্গ। এ রাজ্যে মৃত ৩৮৩।

সারা বিশ্বে এ পর্যন্ত মোট করোনা আক্রান্ত ৭০ লক্ষ ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৬ হাজার ১৯৫ জনের। করোনার কবল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৪ লক্ষ ৬১ হাজার ১১৮।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link