করোনার কোপ: সব রকম ঋণের EMI ৬ মাসের জন্য পিছিয়ে দেওয়া হোক, প্রস্তাব কেন্দ্রকে

Sudip Dey Thu, 26 Mar 2020-4:15 pm,

করোনা আতঙ্কের জেরে শেয়ার বাজারে ধস নেমেছে আগেই। লক ডাউনের পর এখন সাধারণ মানুষের পকেটেও টান পড়েছে। দিন-আনা দিন-খাওয়া মানুষগুলোর দুবেলার খোরাক জোগাড় করাটাই সমস্যা হয়ে দাঁড়িয়েছে।

এই পরিস্থিতিতে আর্থিক ধাক্কা সামাল দিতে মোদী সরকারকে ৮ দফা প্রস্তাব দিয়েছে কংগ্রেস। মহামারি প্রতিরোধে বৃহস্পতিবার চিঠি লিখে প্রধানমন্ত্রীকে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী।

দেশজুড়ে লক ডাউনের জেরে দেশের সাধারণ মানুষ যাতে অনাহারে বা অর্থ কষ্টে না ভোগে, সে জন্য দরিদ্র ও অসহায় মানুষদের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রীকে ৮টি পরামর্শ দিয়েছেন কংগ্রেস সভানেত্রী।

এই জরুরি পরিস্থিতিতে আর্থিক ধাক্কা সামাল দিতে তাঁর ৮ দফা প্রস্তাবের মধ্যে উল্লেখযোগ্য হল, ৬ মাসের জন্য সমস্ত রকমের ঋণের EMI পিছিয়ে দেওয়া, ক্ষেতমজুর, দিনমজুর ও কৃষিজীবী মানুষদের সরাসরি অর্থ সরবরাহ করা।

তাঁর প্রস্তাব, আগামী ২১ দিনের কথা মাথায় রেখে দেশের সমস্ত জনধন অ্যাকাউন্টে সরকারি ভাতা প্রাপ্ত নির্মাণ কর্মী, দিনমজুর এবং শ্রমিকদের অ্যাকাউন্টে সরাসরি ৭,৫০০ টাকা করে দেওয়া হোক।

এছাড়াও আগামী ২১ দিনের কথা মাথায় রেখে দেশের সব রেশন কার্ড হোল্ডারদের ১০ কেজি চাল আর গম বিনামূল্যে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে।

বৃহস্পতিবারই অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষণা করেন, দেশের কোনও মানুষ ক্ষুধার্ত থাকবে না। এ জন্য ১ লক্ষ ৭০ হাজার কোটি টাকার খাদ্য সুরক্ষা প্রকল্প ঘোষণা করেছেন তিনি। যে সব চিকিত্সক, নার্স এবং স্বাস্থকর্মীরা প্রতিদিন লড়ছেন, তাঁদের জন্য ৫০ লক্ষ টাকার স্বাস্থ্য বিমা ঘোষণা করেছেন নির্মলা সীতারামন।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link