ভয়ঙ্কর পরিস্থিতি, করোনা আক্রান্তের সংখ্যা ১০ লাখ পার হয়ে গেল এই রাজ্যে
গোটা দেশে এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ৪৬,৪৯,৯৮৪। এদের মধ্যে দশ লাখই মহারাষ্ট্রের। উদ্ধব ঠাকরের রাজ্যেই দেশে মধ্যে প্রধন রাজ্যে যেখানে করোনা আক্রান্তের সংখ্যা ১০ লাখ পার হয়ে গেল।
মহারাষ্ট্রে এখনও পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা ১০,১৫,৬৮১। শুক্রবারই আক্রান্ত হয়েছেন ২৪,৮৮৬ জন।
মহারাষ্ট্রে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ২৮,৭২৪ জনের। শুক্রবার মত্যু হয়েছে ৩৯৩ জনের।
রাজ্যে এখনও পর্যন্ত সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ২,৭১,৫৬৬। তবে সুস্থ হয়েছেন ৭,১৫,০২৩ জন। আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি পুনেতে।
মহারাষ্ট্রের করোন পরিস্থিতি খুবই সঙ্গীন হলেও সুস্থ হওয়ার সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সেখানে সুস্থ হয়েছেন ১৪,৩০৮ জন। সুস্থতার হার ৭০.৪ শতাংশ। মৃত্যুর হার ২.৮৩ শতাংশ।
শুক্রবার পুনে শহরেই মোট ২,৩৬৭ জন আক্রান্ত হয়েছিলেন। পুনে জেলায় আক্রান্ত হন ১,৫৫৫ জন। পুনে শহরের পরেই রয়েছে মুম্বই। সেখানে আক্রান্তের সংখ্যা ২,১৯১।