রাজ্যে করোনাজয়ীর সংখ্যা ৪ লাখ পার, চিন্তা বাড়াচ্ছে দক্ষিণবঙ্গের ২ জেলা

Tue, 17 Nov 2020-9:46 pm,

খুব ধীরে হলেও গত কদিন ধরেই রাজ্যে কমছে দৈনিক করোনা সংক্রমণ। পাশাপাশি বাড়ছে করোনাজয়ীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা মুক্ত হলেন ৪,৩৮৮ জন। এনিয়ে এখনও পর্যন্ত রাজ্যে ভাইরাস মুক্ত হলেন মোট ৪,০৩,৩৪০ জন। সুস্থতার হার ৯২.০৪ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৩,৬৫৪ জন। গতকাল রাজ্য করোনা আক্রান্ত হয়েছেন ৩,০১২ জন। গত ১৫ নভেম্বর আক্রান্তের সংখ্যা ছিল ৩,০৫৩, ১৪ নভেম্বর ছিল ৩,৮২৩ ও ১৩ নভেম্বর রাজ্যে করোনা আক্রান্ত হয়েছিলেন ৩,৮৩৫ জন। ফলে দৈনিক আক্রান্তের সংখ্যা আপাতত কমের দিকেই বলা যায়।

উত্সব ও রাজ্যে লোকাল ট্রেন চালু হওয়াকে ঘিরে সংক্রমণের একটা আশঙ্কা তৈরি হয়েছে। তা কতটা প্রভাব ফেলবে তা ভবিষ্যতই বলবে। তবে গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনার শিকার হয়েছেন ৫২ জন। এখনও পর্যন্ত রাজ্যে করোনার শিকার হলেন মোট  ৭,৭৬৬ জন।

এদিকে গত একদিনে কলকাতায় করোনা আক্রান্ত হয়েছেন ৭৫২ জন, মৃত্যু হয়েছে ১৩ জনের। দক্ষিণবঙ্গের কলকাতা ও উত্তর ২৪ পরগনাতেই এখনও পর্যন্ত সংক্রমণের হার সবচেয়ে বেশি। কলকাতায় ইতিমধ্যেই মৃত্যু হয়েছে ২,৪৪৮ জনের।

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় উত্তর ২৪ পরগনায় করোনা আক্রান্ত হয়েছেন ৭১০ জন মৃত্যু হয়েছে ১,৮১০ জনের।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link