দেশের অধিকাংশ করোনা রোগীর মধ্যে রোগের উপসর্গ কম বা খুবই কম
দেশে করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৫১৯৪-এ। মৃত ১৪৯। দুপুরে সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের যুগ্ম সচিব লব আগরওয়াল।
লব আগরওয়াল এদিন বলেন, দেশে আক্রান্তদের অনেকেরই উপসর্গ কম বা খুবই কম।
এইসব কম উপসর্গ-যুক্ত রোগীদের জন্য তৈরি করা হচ্ছে কোভিড কেয়ার সেন্টার।
লব আগরওয়াল এদিন জানান, গত ২৪ ঘণ্টায় দেশে ৭৭৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এখনও পর্যন্ত ১,২১,২৭১ জনের কোভিড টেস্ট হয়েছে। ১৪৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
দেশে এখন ও ভবিষ্যতে যে পরিমাণ হাইড্রক্সিক্লোরাকুইনের প্রয়োজন হবে তা সরবারহে অসুবিধে হবে না।