দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৩১ লাখ পার, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬০,৯৭৫

Tue, 25 Aug 2020-12:46 pm,

এক সপ্তাহ পরেই দেশ শুরু হচ্ছে আনলক ৪.০। ধাপে ধাপে খুলবে আরও কিছু প্রতিষ্ঠান। শিথিল হবে বিধিনিষেধ। কিন্তু করোনা সংক্রমণের প্রকোপ কমছে না দেশে।

গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে করোনা আক্রান্ত হলেন ৬০,৯৭৫ জন। মৃত্যু হল ১,০৯২ জনের। আর মঙ্গলবার দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৩১ লাখ পার করে গেল। মোট মৃত্যুর সংখ্যা ৫৮,৩৯০।

মঙ্গলবার সকাল সাড়ে নটা প্রর্যন্ত দেশে করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়াল ৩১,৬৭,৩২৪। এদের মধ্যে ৭,০৪,৩৪৮ জন সক্রিয় করোনা আক্রান্ত। সুস্থ হয়েছেন ২৪,০৪,৫৮৫ জন। এটাই একমাত্র আশার কথা। আক্রান্তের অর্ধেকের বেশি সুস্থ হয়েছেন।

এখনও পর্য্ন্ত সবচেয়ে আক্রান্ত মহারাষ্ট্র। সেখানে আক্রান্তের সংখ্যা ৬.৯৩ লাখ। এদের মধ্যে সক্রিয় করোনা আক্রান্ত ১,৬৮,১২৬ জন।

উদ্ধব ঠাকরের রাজ্যের পরেই রয়েছে তামিলনাড়ু। সেখানে এখনও পর্য্নত করোনা আক্রান্ত হয়েছেন ৩,৮৫,৩৫২ জন। অন্ধ্রপ্রদেশকে ছাপিয়ে করোনা আক্রান্তের নীরিখে তামিলনাড়ু এখন দেশে দ্বিতীয় স্থানে। অন্ধ্রে এখনও পর্য্নত আক্রান্ত হয়েছেন ৩,৬১,৭১২ জন।

অন্ধ্রপ্রদেশের পরেই রয়েছে কর্ণাটকের স্থান। সেখানে এখনও পর্য্নত করোনা আক্রান্ত হয়েছেন ২,৮৩,৬৬৫ জন। সুস্থ হয়েছেন ১,৯৭,৬২৫ জন।

দিল্লির অবস্থা বেশ উদ্বেগজনক। সেখানে এখনও পর্য্নত আক্রান্ত হয়েছেন ১,৬২,৫২৭ জন। সুস্থ হয়েছেন ১,৪৬,৫২৭ জন। মৃত্যু হয়েছে ৪,৩১৩ জনের।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link