রাজ্যে ফের একদিনে করোনা আক্রান্তের সংখ্যা ৪ হাজার পার, মৃত্যু ৬৪ জনের

Wed, 21 Oct 2020-9:33 pm,

সংক্রমণের গতি কমছে না। রেকর্ড ভেঙে সোমবারই রাজ্যে করোনা আক্রান্ত হয়েছিলেন ৪,০২৯ জন। মঙ্গলবারও সেই ধারা অব্যহত। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হলেন ৪,০৬৯ জন।

রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুয়ায়ী গত একদিনে রাজ্যে করোনা সংক্রমণে মৃত্যু হল ৬৪ জনের। সোমবার এই সংখ্যা ছিল ৬১। এনিয়ে রাজ্যে করোনার শিকার হলেন ৬,২৪৪ জন।

এখনও পর্যন্ত রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৩,৩৩,১২৬। সুস্থ হয়েছেন ২,৯১,৩০৩। সুস্থতার হার ৮৭.৪৫ শতাংশ। 

পুজোয় বাড়তে পারে সংক্রমণ। একথা মাথায় রেখেই একাধিক সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে রাজ্য সরকার। রাজ্যের সব কোভিড হাসপাতালের ওপরে নজর রাখার জন্য ত্রিস্তরীয় একটি ব্যবস্থা করেছে সরকার। চিকিত্সা পরিষেবার সঙ্গে যুক্তদের পুজোর ছুটি বাতিল করা হয়েছে। এছাড়াও রাজ্যে বাড়ানো হচ্ছে কোভিড বেড। জরুরি ভিত্তিতে নিয়োগ করা হচ্ছে আরও ২০০ চিকিত্সক ও ১৫০০ নার্সিং স্টাফ।

পুজোতে যাতে সংক্রমণ না ছড়ায় তার জন্য সক্রিয় হয়েছে আদালতও। রাজ্যে এবার বহু পুজো হবে দর্শশূন্য ভাবে।

সতর্কতা ছিলই। তার পরও এতকিছু। এর পরও উদ্বেগ বাড়িয়েই চলেছে উত্তর ২৪ পরগনা ও কলকাতা। গত ২৪ ঘণ্টায় কলকাতায় করোনা আক্রান্ত হলেন ৮৭৯ জন। মৃত্যু হল ১৯ জনের। অন্যদিকে উত্তর ২৪ পরগনায় আক্রান্ত হলেন ৮৭২ জন। মৃত ১৯।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link