দেশে করোনার ভয়াবহ রূপ! একদিনেই ৩২ হাজারের বেশি আক্রান্ত
নিজস্ব প্রতিবেদন: ফের দেশে একদিনে সর্বোচ্চ আক্রান্তর রেকর্ড। দেশে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৩২ হাজার ৬৯৫ জন। এখন মোট করোনা আক্রান্তর সংখ্য়া ৯ লক্ষ ৬৮ হাজারের আশেপাশে। যদিও সক্রিয় করোনা আক্রান্ত স্বাস্থ্য মন্ত্রকের হিসাব অনুযায়ী ৩ লক্ষ ৩১ হাজার ১৪৬।
দেশে নোভেল করোনার হানায় প্রাণ হারিয়েছেন মোট ২৪ হাজার ৯১৫ জন। করোনাকে কাত করে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ লক্ষ ১২ হাজার ৮১৪ জন। দেশে এই মুহুর্তে সুস্থতার হার ৬৩.২৫ শতাংশ।
মহারাষ্ট্রের হাল একইরকম। দেশে সর্বোচ্চ আক্রান্তর ঠিকানা ঠাকরের রাজ্য। সে রাজ্যে মোট করোনা আক্রান্ত ২ লক্ষ ৭৫ হাজার ৬৪০ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লক্ষ ১২ হাজার ৯৯ জন। মোট প্রাণ হারিয়েছেন ১০ হাজার ৯২৮ জন।
তামিলনাড়ুতে মোট করোনা আক্রান্ত ১ লক্ষ ৫১ হাজার ৮২০। যার মধ্যে সক্রিয় করোনা আক্রান্ত ৪৭ হাজার ৩৪৩। মোট প্রাণ হারিয়েছেন ২ হাজার ১৬৭ জন। সে রাজ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লক্ষ ২ হাজার ৩১০ জন।
তামিলনাড়ুর থেকেও অধিক মৃত্যু দিল্লিতে। রাজধানীতে মোট করোনা আক্রান্ত ১ লক্ষ ১৬ হাজার ৯৯৩ জন। মোট প্রাণ হারিয়েছেন ৩ হাজার ৪৮৭ জন। মারণ ভাইরাসের সঙ্গে যুদ্ধে জয়ী হয়ে বাড়ি ফিরেছেন ৯৫ হাজার ৬৯৯ জন।