দেশে করোনার ভয়াবহ রূপ! একদিনেই ৩২ হাজারের বেশি আক্রান্ত

Thu, 16 Jul 2020-12:52 pm,

নিজস্ব প্রতিবেদন: ফের দেশে একদিনে সর্বোচ্চ আক্রান্তর রেকর্ড। দেশে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৩২ হাজার ৬৯৫ জন। এখন মোট করোনা আক্রান্তর সংখ্য়া ৯ লক্ষ ৬৮ হাজারের আশেপাশে। যদিও সক্রিয় করোনা আক্রান্ত স্বাস্থ্য মন্ত্রকের হিসাব অনুযায়ী ৩ লক্ষ ৩১ হাজার ১৪৬।

দেশে নোভেল করোনার হানায় প্রাণ হারিয়েছেন মোট ২৪ হাজার ৯১৫ জন। করোনাকে কাত করে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ লক্ষ ১২ হাজার ৮১৪ জন। দেশে এই মুহুর্তে সুস্থতার হার ৬৩.২৫ শতাংশ।

 

মহারাষ্ট্রের হাল একইরকম। দেশে সর্বোচ্চ আক্রান্তর ঠিকানা ঠাকরের রাজ্য। সে রাজ্যে মোট করোনা আক্রান্ত ২ লক্ষ ৭৫ হাজার ৬৪০ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লক্ষ ১২ হাজার ৯৯ জন। মোট প্রাণ হারিয়েছেন ১০ হাজার ৯২৮ জন।

তামিলনাড়ুতে মোট করোনা আক্রান্ত ১ লক্ষ ৫১ হাজার ৮২০। যার মধ্যে সক্রিয় করোনা আক্রান্ত ৪৭ হাজার ৩৪৩। মোট প্রাণ হারিয়েছেন ২ হাজার ১৬৭ জন। সে রাজ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লক্ষ ২ হাজার ৩১০ জন।

তামিলনাড়ুর থেকেও অধিক মৃত্যু দিল্লিতে। রাজধানীতে মোট করোনা আক্রান্ত ১ লক্ষ ১৬ হাজার ৯৯৩ জন। মোট প্রাণ হারিয়েছেন ৩ হাজার ৪৮৭ জন। মারণ ভাইরাসের সঙ্গে যুদ্ধে জয়ী হয়ে বাড়ি ফিরেছেন ৯৫ হাজার ৬৯৯ জন।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link