‘দেশে মাত্র .৩৩ শতাংশ করোনা রোগী রয়েছেন ভেন্টিলেশনে, ২.৩৪ শতাংশ আইসিইউতে’
দেশে করোনা সংক্রমণে মৃত্যুর সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১০০৮-এ। সক্রিয় আক্রান্ত ২২,৯৮২ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭,৭৯৬ জন। এর মধ্যেই আশার কথা শোনালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডা হর্ষবর্ধন।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন দেশে মাত্র .৩৩ শতাংশ করোনা রোগী ভেন্টিলেশনে রয়েছেন। ২.৩৪ শতাংশ রোগী রয়েছেন আইসিইউতে এবং ১.৫ শতাংশ রোগীকে রাখা হয়েছে অক্সিজেন দিয়ে।
এদিকে, মহারাষ্ট্রে করোনা সংক্রমণের পরিস্থিতি এখনও উন্নতি হয়নি। রাজ্যে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৮,৫০০ ছাড়িয়েছে।
গুজরাটে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩৫৪৮।
মধ্যপ্রদেশে এখনও পর্যন্ত ২৫০০ করোনা রোগীর সন্ধান পাওয়া গিয়েছে। এখনও পর্যন্ত ১৩০ জনের মৃত্যু হয়েছে। ইন্দোরেই মারা গিয়েছেন ৬৫ জন। ভোপালে মৃত্যু হয়েছে ১৪ জনের।
তামিলনাড়ুতে এখনও পর্যন্ত কোভিডে মৃত্যুর সংখ্যা ২৭। বুধবারই করোনা পজিটিভ হয়েছেন ১০৪ জন।১২১০ জনকে এখনও পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়া হয়েছে। সক্রিয় আক্রান্তের সংখ্যা ৯২২।