করোনার ধাক্কায় ইউরোপে থমকে ফুটবল, মাঠে ফুটবল ফেরাতে মরিয়া ডাচ ফুটবল সংস্থা
করোনার ধাক্কায় থমকে ইউরোপের ফুটবল। বন্ধ প্রায় সব লিগ। ইতিমধ্যে বেলজিয়ান লিগে ইতি টানার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অসমাপ্ত লিগ চালু করার ব্যাপারে পরিকল্পনা শুরু করে দিল ডাচ ফুটবল ফেডারেশন। সব ঠিকঠাক চললে ১৯ জুন থেকে শুরু হতে পারে ডাচ লিগ। তবে সব ম্যাচে হবে দর্শকশূন্য স্টেডিয়ামে।
গত সপ্তাহেই আয়াক্স আমস্টারডাম, পিএস ভি আইন্দহোভেন সহ নেদারল্যান্ডসের সেরা তিনটি ক্লাব বেলজিয়ামের মতোই মরশুম শেষ করার দাবি তুলেছিল।
অসমাপ্ত লিগ পুনরায় চালু করতে মরিয়া ডাচ ফুটবল সংস্থা। সে ব্যাপারে আলোচনা করতে প্রথম ও দ্বিতীয় ডিভিশনে ক্লাব গুলোর পাশাপাশি ফুটবল সংস্থার কর্তারা কথা বলেন রেফারিদের প্রতিনিধি, সমর্থকদের অ্যাসোসিয়েশন আর ফুটবলারদের সংস্থার সঙ্গে।
সরকারি অনুমতি পাওয়া গেলে মে মাসের মাঝামাঝি থেকে অনুশীলনে নেমে পড়তে পারে ফুটবল ক্লাবগুলো। সব মিলিয়ে করোনা জয় করে মাঠে ফুটবল ফেরাতে মরিয়া ডাচ ফুটবল সংস্থা।