Covid রুখতে আসছে ট্যাবলেট, শুরু হল হিউম্যান ট্রায়াল
ভ্য়াকসিনের পর করোনা নিয়ন্ত্রণে আরও একটি পদক্ষেপ। করোনাভাইরাসকে শুরুতেই কাবু করতে একটি ট্যাবলেট তৈরি করেছে মার্কিন ফার্মা জায়ান্ট Pfizer।
সংস্থার তরফে জানানো হয়েছে, মানবদেহ এই পিল-টির পরীক্ষা শুরু হয়েছে।
ফাইজারের বিজ্ঞানী মিখায়েল ডোলস্টেন সংবাদমাধ্যমে জানিয়েছেন, করোনাভাইরাস রুখতে একদিকে যেমন প্রয়োজন টিকার তেমনি প্রয়োজন আগে থেকে ওষুধের মাধ্যমে একটি বাড়তে না দেওয়া। তাই টিকার পাশাপাশি তৈরি করা হয়েছে ট্যাবলেটও।
ফাইজারের পিল-এর হিউম্য়ান ট্রায়াল আপাতত শুরু হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে।
উল্লেখ্য, জার্মান সংস্থা BioNTech এর সঙ্গে যৌথ উদ্যোগে তৈরি করোনা টিকার Remdesivir-কে অনুমোদন দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের Food and Drug Administration।