বিনামূল্যে মিলবে প্রাণবায়ু, মধ্য হাওড়ার বিজয়ানন্দ পার্কে খুলল Oxygen Parlour
করোনা অতিমারিতে অক্সিজেন সঙ্কট নিয়ে উদ্বেগ বাড়ছে মানুষের। প্রয়োজন মত অক্সিজেন পেতে নাজেহাল অবস্থা শহরবাসীর।
এরকম এক পরিস্থিতিতে মধ্য হাওড়ায় চালু হল একটি অক্সিজেন পার্লার। বিজয়ানন্দ পার্কে 'প্রাণবায়ু' নামে ওই অক্সিজেন পার্লারের আজ শুভ সূচনা করলেন বিধায়ক তথা রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়।
সম্পূর্ণ বিনামূল্যে এখানে এসে অক্সিজেন নেওয়া যাবে। এক স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে ও জেলা স্বাস্থ্য দপ্তরের সহায়তায় এই পার্লারে আগামিকাল থেকেই পরিষেবা পাওয়া যাবে।
সংস্থার পক্ষ থেকে নিলয় ঘোষাল জানান, প্রতিদিন সকাল ৭টা থেকে সন্ধে ৭টা পর্যন্ত অক্সিজেন নেওয়া যাবে বিনামূল্যে। তবে নন কোভিড রোগীরাই এখানে পরিষেবা পাবেন। তাই কোভিড নেগেটিভ রিপোর্ট দেখিয়ে নাম নথিভুক্ত করতে হবে।
রাজ্যের মন্ত্রী অরূপ রায় জানান, প্রথমে ১০টি শয্যা নিয়ে এই অক্সিজেন পার্লার চালু হল। পরে বেড সংখ্যা আরো বাড়ানো হবে। তিনি আরো বলেন, কোভিড পরিস্থিতিতে অক্সিজেন জনিত সমস্যায় কেউ যাতে না পড়েন তার জন্য সরকার সবসময় মানুষের পাশে আছে।
এই পার্লারে এলে শারীরিক পরীক্ষা করা হবে। এখানে থাকবেন চিকিৎসক ও নার্স। কোন কারণে সাধারণ মানুষের অক্সিজেন এর সমস্যা হলে হাসপাতালে যাবার আগে তারা এখানে এসে প্রাথমিক চিকিৎসা নিতে পারেন ।