লকডাউনে সংক্রমণ ঠেকানো যায়নি; আনলকেও সমান দাপট করেনারা, গ্রাফ দিয়ে বোঝালেন রাহুল
করোনা সংক্রমণ ঠকাতে টানা টকডাউনে ছিল গোটা দেশ। কিন্তু তাতে সংক্রমণ কমেনি। ইতিমধ্যেই দেশজুড়ে আক্রান্ত ৩ লাখেরও বেশি মানুষ। গত ২৪ ঘণ্টায় সংক্রমণ হয়েছে ১১,০০০ বেশি জনের। লকডাউন করে তেমন কোনও সুফল যে পাওয়া যাবে না তা আগেই বলেছিলেন কোনও কোনও বিশেষজ্ঞ।
দেশের করোনা সংক্রমণ নিয়ে কেন্দ্রকে নিশানা করলেন রাহুল গান্ধী। একের পর এক পাগলামি করা হচ্ছে আর আশা করা হচ্ছে নতুন কোনও ফল হবে। লিখেছেন রাহুল। বোঝানোর জন্য প্রতিটি লকডাউনের গ্রাফ দিয়ে বোঝানোর চেষ্টা করেছেন রাগা।
চারটি গ্রাফেই দেখা যাচ্ছে কোনও লকডাউনেই সংক্রমণ কমেনি।
ভারত যেভাবে লকডাউন করেছে তার ব্যর্থ। এমনটাই দাবি করে থাকেন রাহুল। বিরোধীদের দাবি, যেভাবে লকডাউন করে করোনা নিয়ন্ত্রণ করার কথা বলা হচ্ছে তাতে বিরাট অসুবিধায় পড়েছেন গরবি মানুষজন, বিশেষ করে বাইরের রাজ্যে থাকা শ্রমিকরা।
রাহুল সম্প্রতি আরও একটি গ্রাফ শোয়ার করেছিলেন। সেখানে দেখা যাচ্ছে, ইটালি, জার্মানি, ব্রিটেন ও স্পেনের মতো দেশে লকডাউনের পর আনলক শুরু হতেই সংক্রমণ কমেছে। ব্যতিক্রম একমাত্র ভারত।