করোনাভাইরাস সন্দেহ হলেই ২ বিশেষ পরীক্ষা যাত্রীদের, কলকাতা বিমানবন্দরে চরম সতর্কতা
মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ মন্ত্রকের নির্দেশে গতকাল দেশের সব কটি বিমানবন্দরে নভেল করোনা ভাইরাস ইস্যুতে বৈঠক হয়। দমদম বিমানবন্দরে এই বৈঠকে ছিলেন বিমানবন্দরের ডিরেক্টর কৌশিক ভট্টাচার্য, ডেপুটি ডিরেক্টর, চিফ হেল্থ সুপারভাইজার, ডিজিসিএ-র কলকাতা বিমানবন্দর আধিকারিক সহ ৮ জন । কেন্দ্রীয় অসামরিক বিমান প্রাধিকরন (AAI) ইতিমধ্যেই বিশ্বের বেশ কিছু দেশ থেকে ভারতে আসা (arrival) বিমান বাতিল করেছে। এই সব দেশ থেকে আসা বিমানের সংখ্যা কমে যাওয়ায় সংক্রমণ এর আশঙ্কা কমেছে। -ছবি-অয়ন ঘোষাল
এখনো যেকটি দেশের বিমান পুরোপুরি বাতিল হয় নি, সেগুলির পরিষেবা সংখ্যা হ্রাস করা হযেছে। -ছবি-অয়ন ঘোষাল
সব থেকে বেশি আক্রান্ত আটটি দেশ থেকে আসা বিমানের যাত্রীদের দমদমে নামার সঙ্গে সঙ্গে থার্মাল পরীক্ষার ব্যাবস্থা হযেছে। এ জন্য কলকাতা বিমানবন্দরের সাধারণ স্বাস্থ্য ইউনিটের পাশাপাশি ৫০ সদস্যের বিশেষ মেডিক্যাল অবজারভার টিম ২৪ ঘণ্টা তৈরি রয়েছে। এরা ৩ শিফটে ভাগ হয়ে কাজ করছে। -ছবি-অয়ন ঘোষাল
ন্যূনতম দুটি উপসর্গ ( জ্বর ও মাথা যন্ত্রণা) দেখা গেলেই সঙ্গে সঙ্গে সেই যাত্রীকে arrival immigration counter লাগোয়া একটি আলাদা ঘরে পাঠানো হচ্ছে। -ছবি-অয়ন ঘোষাল
আলাদা ঘরে তাদের পরপর দুটি পরীক্ষা হচ্ছে। একটি ব্রিথ টেস্ট, অন্যটি ভিজিবল ইমব্যালেন্স টেস্ট। (visible imbalance) এতে নিশ্চিত করে রোগ ধরা সম্ভব হয়। -ছবি-অয়ন ঘোষাল
আন্তর্জাতিক arrival এর বাইরের গেটে ambulance রাখা আছে। isolation room থেকে প্রয়োজনে তাদের বের করে সঙ্গে সঙ্গে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যাবস্থা রয়েছে। বাইপাস ও সল্টলেক লাগোয়া আটটি বেসরকারি হাসপাতাল এবং শহরের ৪ টি বড় সরকারি হাসপাতালে সমস্ত রকম পরিকাঠামো তৈরি রাখা হযেছে।-ছবি-অয়ন ঘোষাল