আইপিএল-প্রেমীদের জন্য খারাপ খবর, খরচ বাঁচাতে এবার বড়সড় সিদ্ধান্ত কর্তৃপক্ষের
১৯ ডিসেম্বর আইপিএলের নিলামের আসর বসছে কলকাতায়। গত মরশুমে প্রতিটি ফ্র্যাঞ্চাইজির বাজেট ৮২ কোটি টাকা নির্ধারিত করে দেওয়া হয়েছিল। কিন্তু এবার বাজেট করা হয়েছে ৮৫ কোটি টাকা। তবে খরচ বাঁচাতে অন্য সিদ্ধান্ত নিয়েছে আইপিএলের গভর্নিং কাউন্সিল।
আইপিএল-এর গভর্নিং কাউন্সিলের মিটিংয়ে ঠিক হয়েছে, এবার কোনও উদ্বোধনী অনুষ্ঠান হবে না। মূলত খরচ বাঁচাতেই এমন সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। গত বছরও আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানের জন্য খরচ হয়েছিল প্রায় ৩০ কোটি টাকা।
বলিউড থেকে শুরু করে আন্তর্জাতিক তারকারাও পারফর্ম করেছেন আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে। আর পারফর্ম করার জন্য বিপুল অঙ্কের পারিশ্রমিকও পান তাঁরা।
পিটবুল, অ্যাকন, কেটি পেরির মতো আন্তর্জাতিক তারাকারা পারফর্ম করেছেন আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে। ক্যাটরিনা কাঈফ, শ্রদ্ধা কাপুর, তমন্না ভাটিয়ার মতো বলিউড তারাকারাও পারফর্ম করেছেন।
ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্তা বলেছেন, উদ্বোধনী অনুষ্ঠান করা মানে অর্থের অপচয়। ক্রিকেট সমর্থকরা এই অনুষ্ঠান তেমন পছন্দ করেন না। তাই এবার বিপুল অর্থ বাঁচানোর লক্ষ্যেই অনুষ্ঠান বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।