Digha: দুষ্প্রাপ্য কয়েক লাখি মাছ উঠল দিঘায়!
কিরণ মান্না: দিঘা মোহনায় মৎস্যজীবীদের জালে উঠল দুষ্প্রাপ্য কয়েক লক্ষ টাকার কই ভোলা মাছ।
যা দেখার জন্য সাধারণ মানুষ থেকে পর্যটকরা রীতিমতো ভিড় জমিয়েছেন দিঘা মোহনায়।
গতকাল কয়েক লক্ষ টাকার তেলিয়া ভোলা মাছ উঠেছিল। আজ উঠল কই ভোলা।
এ ধরনের মাছ খুবই দামি হয়ে থাকে। কারণ দেশের নামিদামি রেস্তোরাঁ-হোটেলগুলিতে এই মাছ দিয়ে দামি ও লোভনীয় পদ তৈরি করা হয়ে থাকে।
বিদেশের বাজারেও এই ধরনের ভোলা মাছের কদর রয়েছে। তেলিয়া ভোলা ও কই ভোলা মাছ সাধারণত বিদেশে রপ্তানি হয়ে থাকে।