চোখে জল জ্যাংগোর! সন্তানসম পোষ্য়ের জন্য সুইসাইড নোটে আদরমাখা চিঠি দম্পতির
চম্পক দত্ত: ঘর থেকে উদ্ধার দম্পতির মৃতদেহ। জোড়া দেহের পাশাপাশি ঘর থেকে উদ্ধার হয়েছে দম্পতির সুইসাইড নোটও। আর সেই সুইসাইড নোট-ই পুলিসের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ, সুইসাইড নোটে জ্যাংগোর কথা লিখে গিয়েছেন আত্মঘাতী দম্পতি! এই জ্যাংগোকে নিয়েই দুশ্চিন্তায় পুলিস প্রশাসন। চোখে জল জ্যাংগোর!
কে এই জ্যাংগো? আত্মঘাতী দম্পতির প্রিয় পোষ্য জ্যাংগো। সেই পোষ্য কুকুরকে নিয়েই সুইসাইড নোটে চিঠি লিখেছেন দম্পতি। আত্মঘাতী হয়েছেন মালিক ও তাঁর স্ত্রী। কিন্তু জ্যাংগো পোষ্য কুকুর হলেও, সে যাতে অনাথ হয়ে না পড়ে, তাই সুইসাইড নোটে জ্যাংগোর কথা উল্লেখ করেছেন দম্পতি।
শুক্রবার সকালে ঘাটালের আলামগঞ্জ এলাকায় বাড়ি থেকে দম্পতির মৃতদেহ উদ্ধার হয়। পেশায় ওষুধ বিক্রেতা দেবাশীষ ঘোষ ও তাঁর স্ত্রী ঋণের দায় আত্মহত্যা করেছেন বলে সুইসাইড নোটে লিখে রেখে গিয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ঘাটাল থানার পুলিস। পুলিস এসে মৃতদেহ উদ্ধারের পাশাপাশি সুইসাইড নোট ও একটি চিঠিও উদ্ধার করে। সেই চিঠি উদ্ধারের পরই স্তম্ভিত হয়ে যায় পুলিস থেকে এলাকাবাসী।
পুলিস সূত্রে খবর, সুইসাইড নোটে দেবাশীষবাবু যেমন উল্লেখ করেছেন ঋণের দায়ে তাদের আত্মহত্যার কারণ। তেমনই পাশাপাশি তিনি উল্লেখ করেছেন তাঁর একটি পোষ্য কুকুর রয়েছে। যার নাম জ্যাংগো।
তাঁদের মৃত্যুর পর জ্যাংগোর কী হবে? জ্যাংগো যাতে অনাথ না হয়ে পড়ে তাই তাকে যেন কোনও বন্য সংস্থার হাতে দিয়ে দেওয়া হয়! কোন ডাক্তার জ্যাংগোকে দেখত? জ্যাংগো কী খায়? সুইসাইড নোটের সাথেই জ্যাংগোকে নিয়ে লেখা চিঠিতে সব বলে গিয়েছেন ঘোষ দম্পতি।
আর তারপরই পুলিস পড়েছে ফাঁপড়ে। আত্মঘাতী দম্পতির প্রাণাধিক প্রিয় পোষ্য জ্যাংগোর বর্তমান বাসস্থান কোথায় হবে?